Monday 30th June 2025
Monday 30th June 2025

শরীয়তপুর পৌরসভার পানির পাইপ ফেঁটে কোটি টাকার রাস্তা নষ্ট হওয়ার উপক্রম

শরীয়তপুর পৌরসভার পানির পাইপ ফেঁটে কোটি টাকার রাস্তা নষ্ট হওয়ার উপক্রম
শরীয়তপুর পৌরসভার পানির পাইপ ফেঁটে কোটি টাকার রাস্তা নষ্ট হওয়ার উপক্রম

শরীয়তপুর পৌরসভার সাপ্লাই পানির পাইপ ফেঁটে কোটি টাকার সড়ক উপক্রম হচ্ছে।

৯ জুন বুধবার সকাল ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার বাঘিয়া ৩ নং ওয়ার্ডে ভাওয়াল বাড়ির পাশে মাটির নিচে পৌরসভার পানির পাইপ ফঁটে পানিতে পিচ ঢালাই রাস্তা ঢুবে আছে। পানির স্রোতে সড়কের পিচ ঢালাই উঠে, খোয়া ধুয়ে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এতে করে রাস্তাটি ১ বছর না যেতেই বিভিন্ন জায়গায় ভাংগনের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সমির ভাওয়াল বলেন, কোটাপাড়া বালাখানার কাছে ব্রীজ ভাংগাতে এখান দিয়ে বড়-বড় গাড়ি চলে। গাড়ির চাঁপে পাইপ ফেটেছে। এভাবে ৩ দিন যাবৎ পানি পড়ছে। পৌরসভা থেকে কেউ এখনো আসেনি।

সুমন দাস বলেন, এরকম পানির পাইপ ফেঁটে বাঘিয়া ৩নং ওয়ার্ডের অনেক জায়গায় রাস্তা সহ বাড়ির উঠান নষ্ট হচ্ছে। পৌরসভার কেউ এগুলোর খবর রাখে না।

রফিককুল ইসলাম বলেন, এই রাস্তাটি করাতে এলাকার মান উন্নয়ন হয়েছে। জায়গার দাম বেড়ে গিয়েছে। দুঃখের বিষয় আমরা প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হয়েও তেমন কোন সুযোগ সুবিধা পাচ্ছি না। এখনো পৌরসভার ৩ নং ওয়ার্ডে বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ব্রিজের অভাবে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয়।

ঘটনাস্থলের ছবি সহ জেলা প্রশাসকের ম্যাসেঞ্জার গ্রুপে লেখাটি পাঠালে সাথে সাথে ছুটে আসেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোদীপ ঘরাই। তিনি দৈনিক রুদ্রবার্তাকে জানান, ঘটনাস্থলে এসেছি। পৌরসভার রাস্তা। মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ব্যবস্থা নেবেন এখনই।

এবিষয়ে পৌরসভার মেয়র পারভেজ রহমান জন বলেন, এব্যাপারে আমাকে ইউএনও মহোদয় ফোন দিয়েছিলো। আমি বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

#