
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)’র ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন শরীয়তপুর জেলা দলকে সংবর্ধনা ও অর্থ পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
গত ২৭ জুন ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতা ২০২১ এ শরীয়তপুর জেলা অনুর্ধ্ব-১৭ টিম (বালক) বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
আজ ২৮ জুন ২০২১ চ্যাম্পিয়ন দল শরীয়তপুর জেলা টিম (বালক) এবং শরীয়তপুর জেলা টিম (বালিকা) -কে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ফুলেল সংবর্ধনায় বরণ করে নেন।
পরবর্তীতে জেলা প্রশাসক উভয় টিমের সকল খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপ্রেরণামূলক নগদ অর্থ উপহার প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘এ উপহার তোমরা তোমাদের রত্নগর্ভা মায়ের হাতে তুলে দিবে।’ তিনি আরো বলেন, কোভিড পরবর্তী সময়ে আমরা অনুর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |