Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

শরীয়তপুর কবি মির্জা হজরত সাইজীর জন্মদিন পালন

শরীয়তপুর কবি মির্জা হজরত সাইজীর জন্মদিন পালন

শরীয়তপুর পালিত হল কবি মির্জা হজরত সাইজীর ৫৯ তম জন্মদিন। গতকাল ১৫ মে (পহেলা জৈষ্ঠ্য) বিকাল ৪ টায় শুরু হয় দৈনিক রুদ্রবার্তা শরীয়তপুরের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘রুদ্র সাহিত্য পরিষদ’র উদ্যোগে নানান আয়োজনে পালিত হয় কবির শুভ জন্মদিন। সন্ধা ৭টা পর্যন্ত নানান আয়োজন চলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুরের মাটি ও মানুষের পত্রিকা দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি এড: গেরিলা আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড: মুরাদ মুন্সী, এড: আজিজুর রহমান রোকন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির শরীয়তপুর এর সহাকারী পরিচালক একে আজাদ রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আঃ জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা সেক্রেটারী রাজীব আহমেদ মাদবর, সহ-সভাপতি নাজমা আক্তার রোজী।
প্রথমেই কবিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আগত অতিথিবৃন্দ। এরপর একে একে কবির সৃষ্টি এবং কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দ। এছাড়াও একঝাক তরুণ কবি সাহিত্যিকদের মধ্যে গান-কবিতায় অনুষ্ঠান মুখরিত করেন মোঃ সাইফ, জয়ন্ত ব্রহ্মবাদী জিউস, জিহান রব্বানী জাকির, মিজানুর রহমন, এনামুল হক, এবং রুদ্র সাহিত্য পরিষদের আহ্বায়ক সদস্য সচিব কবি এ. এইচ. নান্নু সহ অনেক শুভাকাঙ্খী ও গুণীজন।
কবি তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে রুদ্র সাহিত্য পরিষদের আয়োজক এবং পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলটসহ উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান এবং শরীয়তপুরের কবি সাহিত্যিকদের নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান ও সঞ্চালনা করেন, চন্দ্রপুর এ.এইচ.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি খান মেহেদী মিজান।