Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জেলা প্রশাসকের নিকট বে-গ্রুপের চিকিৎসা সামগ্রী প্রদান

জেলা প্রশাসকের নিকট বে-গ্রুপের চিকিৎসা সামগ্রী প্রদান
জেলা প্রশাসকের নিকট বে-গ্রুপের চিকিৎসা সামগ্রী প্রদান

১৯ জুলাই সোমবার শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর নিকট বে-গ্রুপের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নাসাল ক্যানোলা, অক্সিজেন ফ্লো মিটার, পালস্ অক্সিমিটার, অক্সিজেন কনসেনট্রেটর, মাস্ক (কেএন-৯৫, এন-৯৫, এনআরবি, সার্জিক্যাল), সার্জিক্যাল গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন। এসময় বে-গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, পরবর্তীতে এসব সামগ্রী জেলা সিভিল সার্জন, ডাঃ এসএম আবদুল্লাহ আল মুরাদ এর মাধ্যমে পরামর্শক্রমে মেডিকেল সরঞ্জামাদি জেলার বিভিন্ন হাসপাতালসমূহ ও স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

এমনি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য তিনি শরীয়তপুরবাসীর পক্ষ থেকে বে-গ্রুপ এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।