
শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। গোসাইরহাটে মৃত্যু হয়েছে ১ জনের।
সোমবার ২৬ জুলাই বিকেলে শরীয়তপুরের সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ আল মুরাদ দৈনিক রুদ্রবার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুরে নতুন শনাক্ত ১৩১ জনের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১২ জন, জাজিরা উপজেলায় ২৫ জন, নড়িয়া উপজেলায় ৪০ জন, ভেদেরগঞ্জ ০০জন, ডামুড্যা ২৭ জন এবং গোসাইরহাটে ২৭জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮ জন। মোট সুস্থ ২৭৭৫ জন।
শরীয়তপুরে এ পর্যন্ত ১৬১১৭টি নমুনা পরীক্ষায় ৩৯৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪৬ জন। বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১১২২ জন।