
শরীয়তপুর সদর উপজেলার নবনির্বাচিত ৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, সহকারী কমিশনার সালমান হাবিবসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ নেয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, বিনোদপুর ইউনিয়নের আ: হামিদ সাকিদার, চন্দ্রপুর ইউনিয়নের আ: সালাম খান, রুদ্রকর ইউনিয়নের আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী, ডোমসার ইউনিয়নের মাষ্টার মজিবুর রহমান, আংগারিয়া ইউনিয়নের মো: আনোয়ার হোসাইন খান, পালং ইউনিয়নের কে এম আজাহার হোসেন, তুলাসার ইউনিয়নের জামাল হোসাইন ফকির, মাহমুদপুর ইউনিয়নের শাহজাহান ঢালী ও শৌলপাড়া ইউনিয়নের আ: মান্নান খান ভাষানী।
তাদের মধ্যে ৪ জন আ.লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। আর ৫ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ১১ নভেম্বর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।