
শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, নারী ও শিশু জজ আ. সালাম খান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভির হায়দার শাওন, শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি মির্জা হজরত আলী প্রমূখ।