Monday 30th June 2025
Monday 30th June 2025

মানিক সরকার নিজ বসত বাড়িতে ঘর তোলায় প্রানাশের হুমকি

মানিক সরকার নিজ বসত বাড়িতে ঘর তোলায় প্রানাশের হুমকি
মানিক সরকার নিজ বসত বাড়িতে ঘর তোলায় প্রানাশের হুমকি

মানিক সরকার নিজ বসত বাড়িতে ঘর তোলায় প্রানাশের হুমকি শিকার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের উওর তারাবুনিয়া মুনাফ প্রধানিয়া কান্দী,৯নং ওয়ার্ডের মানিক সরকার(৩৩)পিতা- মৃঃ হযরত আলী সরকার,তিনি তার নিজ সমওিতে বসত কাজ নির্মাণ করতে গেলে প্রতি পক্ষ কালা আসামী(৪২),আমান উল্যাহ আসামী (৪৩) তারা তাদের দলবল সহ অজ্ঞতা নামা লোকজন জন নিয়ে হুমকি দামকি, ও প্রাননাসের হুমকি দিয়ে ঘর তোলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যপারে ভুক্তভোগী মানিক সরকার ২মে সোমবার ২০২২ ইং কালা আসামী, ও আমানউল্যাহ আসামী সহ আরো ১০/১৫ জন নামে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। মানিক সরকার বলেন, এটা আমার পওিক সম্পত্তি, এটা আমার বাব দাদার সম্পদ, পূর্বে থেকেই আমরা এ সম্পদ ভোগ করে আসছি। এরি ধারাবাহিকতায় পওিক সম্পদের উপর ঘর নির্মাণ করছি। কিন্তু কেন কি কারনে হঠাত করে দলবল দিয়া বেআইনিভাবে বাধা সিষ্টি করে। তাই আমি থানায় একটি লিখিত আভিযোগ করেছি। পুলিশ প্রশাসন আইন আনুগ ব্যবস্থা নিবেন বলে আশাবাদ। বিবাদীঃ কালা আসামী ও আমান উল্লাহ আসামী বলেন, আমারা ওয়ারিশ সম্পদ কিনে দলিল মূলে আমরা মালিক।

এই সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে। তাই আমরা চেয়ারম্যান কে যানাই। চেয়ারম্যান চৌকিদার পাঠায় ও সাথে আমরা যেয়ে ঘর তুলতে বাধা দেই। এ ব্যাপারে সখিপুর থানার পুলিশ বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করি এবং শান্তি শৃংখলার জন্য উভয় পক্ষ কে বলে আসি। পরবর্তীতে উভয় পক্ষের কাগজ পএ দেখলে বোঝা যাবে সম্পত্তি কার?