সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

ন্যাশনাল ইয়োগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশীপ শরীয়তপুরের মেয়েদের তৃতীয় স্থানঅর্জন

ন্যাশনাল ইয়োগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশীপ শরীয়তপুরের মেয়েদের তৃতীয় স্থানঅর্জন

বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন আয়োজিত ন্যাশনাল ইয়োগা চ্যাম্পিয়নশীপ-২০২২ প্রতিযোগিতায় শরীয়তপুরের মেয়েরা কৃতিত্বের সাথে সফলতা অর্জনকরেছে। প্রতিযোগিতার আয়োজনকরা হয় ঢাকান্যাশনাল স্পোর্টস কাউন্সিল জিমনেশিয়াম অডিটোরিয়ামে।

গত ১৭ থেকে ১৯ মার্চ ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়াপরিষদের সেক্রেটারী পরিমল সিনহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশন অফ ইন্ডিয়া, ঢাকার ইন্দ্রিরা গান্ধিকালচারাল সেন্টারের পরিচালক ম্রিন্ময় চক্রবর্তী। অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এম হামিদ।

এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর বাস্তবায়নে এবং এডুকো বাংলাদেশের সহায়তায় স্টেপ্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উল্লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ন্যাশনাল ইয়োগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশীপ-২০২২-এ যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন এসডিএস পরিচালিত কিশোরীক্লাবের সদস্য ফারদিনারহমান জেবা, স্বর্ণারানি দাস শিমলা ও তৌহিদুল ইসলাম এবং ইয়োগাসানা স্পোর্টস ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপ- ২০২২ প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় স্থান অর্জনকরেন এসডিএস কিশোরী ক্লাবের সদস্য ফারদিনারহমান জেবা, স্বর্ণারানি দাসশিমলা ও মুক্তা আক্তার।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও বোঞ্জপদক তুলে দেন হাইকমিশন অফ ইন্ডিয়া, ঢাকারইন্দ্রিরা গান্ধিকালচারাল সেন্টারের পরিচালক ম্রিন্ময় চক্রবর্তী, বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এম হামিদ।


error: Content is protected !!