
শরীয়তপুর সদর উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২.৩০ মিনিটে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের নিবন্ধিত ১১০টি সিআইজি সংগঠনের কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও ৫ জন কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক ছিলেন সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ অলি হালদার, তিনি তার উপস্থাপন কালে ফসলের তাপ প্রবাহ ও ধানের ব্লাস্ট রোগ দমনে সতর্কবার্তা প্রদান করেন। ব্লাস্ট রোগ ও এ দমনে কি করনীয় তা নিয়ে আলোচনা করেন।
ব্লাস্ট রোগের লক্ষণ সম্পর্কে বলেন, ব্লাস্ট রোগ হলে। আক্রান্ত পাতায় প্রথমে ছোট ছোট কালচে বাদামি দাগ দেখা যায়। আস্তে আস্তে দাগগুলো বড় হয়ে মঝখানটা ধুসর বা সাদা ও কিনারা বাদামি রং ধারন করে। দাগগুলো একটু লাম্বাটে হয় এবং দেখতে অনেকটা চোখের মত। একাধিক দাগ মিশে গিয়ে শেষ পর্যন্ত পুরো পাতাটি গুটিয়ে মারা যেতে পারে।
ব্লাস্ট রোগ দমনে করনীয় সম্পর্কে বলেন, ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে পানি ধরে রাখতে হবে। শুকনা জমিতে পানি ধরে রাখতে হবে। শুকনা ব্লাস্ট বেশি দেখা যায়। পাতায় ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে প্রতি বিঘা প্রতি অতিরিক্ত ৫ কেজি পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সারের প্রয়োগ বন্ধ রাখতে হবে।
সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার তাহমিনা আক্তার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মারুফ রিঝভী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, পলায় হালদার।
উক্ত অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে ইফতার সামগ্রী এবং যাতায়াত খরচ প্রদান করা হয়।