বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
শ্রেষ্ঠ যুব সংগঠকদের সম্মাননা ক্রেস্ট প্রদান

শরীয়তপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ১ম ব্যাচের ২০২৩-২০২৪ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। এছাড়া অনুষ্ঠানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল ২০২২-২০২৩ অর্থবছরে অনুদানের চেক বিতরণ ও শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রোববার ৭ আগষ্ট বেলা ১১টায় শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউরোপ আমেরিকায় খুব কম মানুষ চাকরি করেন। তারা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন। এরপর নিজেরা প্রতিষ্ঠানের মালিক হয়ে অন্যকে চাকরি দেন। আপনারাও নিজেদের সেভাবে তৈরি করার পরিকল্পনা করুন। আমি চাকরি করব না, চাকরি দেব- এমন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যান। যুব উন্নয়ন থেকে যেসকল প্রশিক্ষণ আপনারা নিচ্ছেন এগুলো থেকে আপনারা নিজেদের আত্মকর্মসংস্থান গড়ে তুলুন। আর এজন্য প্রথম যেটা দরকার সেটা হলো ডিটারমিনেশন।

শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল ২০২২-২০২৩ অর্থবছরে অনুদানের চেক বিতরণ করেন। গোসাইরহাট উপজেলার অলওয়ালপুর বহুমুখী যুবসমবায় সমিতির সভাপতি মোঃ দিদারুল ইসলামকে ৪০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। জাজিরা উপজেলার যুব সংগঠনিক রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকার অনুদানের চেয়ে প্রদান করা হয়।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শরীয়তপুর জেলা সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ যুব সংগঠকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তার মধ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুবসংগঠক এসডিও’র নির্বাহী পরিচালক ডঃ মোঃ মাহবুবুর রহমান, গোসাইরহাট শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়্যার অ্যাওয়ার্ড-২০২২ এর মাসুদ আলম, আত্মকর্মী নারী আসমা অক্তার, বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুবসংগঠক সাইফুর রহমান খোকন, বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুবসংগঠক রুহুলআমিনকে সম্মাননা চেক প্রদান করা হয়।

 

 


error: Content is protected !!