
জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগ “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” শ্লোগানে ও ভিন্ন ভিন্ন আয়োজনে শরীয়তপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৮ পালন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কাজী আবু তাহের এর নেতৃত্বে শরীয়তপুর শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন সিকদার, সিভিল সার্জন খলিলুর রহমান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক সরদার প্রমূখ।