Monday 4th December 2023
Monday 4th December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

রাকিব হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন, মামলায় আটক একজনের রিমান্ড

রাকিব হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন, মামলায় আটক একজনের রিমান্ড

ঈদের জামা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে গিয়ে ৫ মাস আগে নিখোঁজ হয়। শরীয়তপুরের পালং ইউনিয়নের নরবালাখানা গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে রাকিব হাসান বাবু মোল্যা তিনি শরীয়তপুর শহরের সিদ্দিক কসাইর মাংসের দোকানে শ্রমিকের কাজ করতো। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাকিব হাসান বাবুর মরদেহর হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। এরপর ওই অপহরণ মামলাটি আইন অনুযায়ী হত্যা মামলায় রূপান্তর হয়। এঘটনায় মনিরুজ্জামান রিফাত নামে একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (১ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেসবাহ উদ্দিন খান এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন আহাম্মেদ। এর আগে সকালে রাকিব হাসান বাবু হত্যার বিচার চেয়ে তার স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, রাকিব হাসান বাবু নিখোঁজ হওয়ার পর তার বাবা অপহরণ মামলা দায়ের করলেও রাকিবের মরদেহর হাড়গোড় উদ্ধার করার পর মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। অপহরণ মামলা হওয়ার পর জুয়েল সরদার, রবিউল কাজী ও জোবায়ের মিয়ার রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তখন তারা কেউ রাকিবকে হত্যার বিষয়টি স্বীকার করেনি।

অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হওয়ার পর রাষ্ট্রপক্ষ মনিরুজ্জামান রিফাতের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। শরীয়তপুর সদর উপজেলার খেলসী গ্রামের কবির শিকদারের ছেলে মনিরুজ্জামান রিফাত। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামা কেনার জন্য বাড়ি থেকে গত ২৫ রমজানের (১৭ এপ্রিল) ইফতার শেষে বের হয়। এরপর অনেক রাত হয়ে গেলেও রাকিব বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পালং মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। গত মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বিকালে উত্তর বিলাশ খান বিশাই দর্জির বাড়ির পাশের ধান খেতে কয়েকজন শিশুরা বক পাখির সন্ধানে করতে গিয়ে হাড়গোড় দেখতে পায়। এরপর শিশুরা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে যায় হাড়গোড় দেখতে পেয়ে শরীয়তপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন খানকে জানালে পরে বিল্লান খান পুলিশকে জানায় পুলিশ এসে হাড়গোড় উদ্ধার করে। হাড়গোড়ের পাশে থাকা একটি জার্সি ও একটি মোবাইল দেখে রাকিবের পরিবার পুলিশকে জানায় মরদেহটি রাকিবের। মানববন্ধনে রাকিবের মা রাজিয়া বেগম বলেন, আমার ছেলে ইফতার শেষ করে আমাকে বলল টাকা দাও, ঈদের জামা কিনতে যাব। বাড়ি থেকে বের হয়ে আমার ছেলে আর ফিরে আসেনি। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার মতো আর কোনো মায়ের বুক খালি না হয়। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। নিহত রাকিবের বোন নোহা আক্তার বলেন, আমার সামনে দিয়ে জুয়েল, জুবায়ের সাথে বাড়ি থেকে বের হইল জামা কিনতে। আমার ভাই আর নাই, আমি এখন ভাইয়া ডাকব কারে? যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বিল্লাল হোসেন খান বলেন, ঈদের জামা কিনতে বের হয়েছিল ছেলেটি শুনেছি। গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা হাড়গোড় দেখার পর আমাকে জানায় আমি সরেজমিনে গিয়ে হাড়গোড় দেখতে পেয়ে পুলিশকে প্রথমে আমিই খবর দিয়েছিলাম। পুলিশ এসে হাড়গোড় উদ্ধার করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত , সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি চাই। মামলার বাদী পক্ষের আইনজীবী মাহমুদুল হাসান বাবু বলেন, রাকিব হাসান বাবু মোল্যার হত্যার অভিযোগে মনিরুজ্জামান রিফাতের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি ঘটনার বর্ণনা বেরিয়ে আসবে।