
“স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শরীয়তপুর মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ ২০১৮ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মৎস্যজীবী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদর উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ বৈরাগী। আলোচনা শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোণা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন বি এম মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে বি এম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে সকলকে মিলে মিশে কাজ করার আহবান জানান। তিনি উপস্থিত আওয়ামীলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিজেদের সকল ভেদাভেদ, কোন্দল, দলাদলি ভুলে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করার আহবান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |