মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুর রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) দিনটি উপলক্ষে সকাল ৯ টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শরীয়তপুর ইউনিটের কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।
শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মাদ কোতোয়াল জাতীয় পতাকা ও সেক্রেটারি আলহাজ্ব এ্যাডভোকেট আলমগির মুন্সী রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় আলহাজ্ব নুর মোহাম্মাদ কোতোয়ালের সভাপতিত্বে ও আলহাজ্ব এ্যডভোকেট আলমগির মুন্সীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক শরীয়তপুর পৌরসভা মেয়র আব্দুর রব মুন্সী ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শরীয়তপুর রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরি কমিটির সদস্য সাবেক সদর ভাইস চেয়াররম্যান গোলাম মোস্তফা, আজিবন সদস্য সামিনা ইয়াসমিন, কার্যকরী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল সরকার ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯ টায় আলহাজ্ব এ্যাডভোকেট আলমগির মুন্সীর নেতৃত্বে শরীয়তপুর জেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


error: Content is protected !!