সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে ৩২টি প্রতিষ্ঠানের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ

শরীয়তপুরে ৩২টি প্রতিষ্ঠানের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ

শরীয়তপুর জেলা সমাজকল্যাণ পরিষদ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে এককালীন অনুদান প্রদান করেছে। এ উপলক্ষ্যে সোমবার বিকাল ৫ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজকল্যাণ পরিষদ চেক বিতরণ ২০১৮ এর আয়োজন করে।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজ সেবা উপপরিচালক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক অবুল ফজল মাস্টার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
এ সময় জেলায় অবস্থিত ৩২টি সেবামূলক প্রতিষ্ঠানের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।


error: Content is protected !!