Monday 30th June 2025
Monday 30th June 2025

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শরীয়তপুরে যুব মহিলা লীগের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শরীয়তপুরে যুব মহিলা লীগের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (১৪ অক্টোবর) পদ্মা সেতুর চলমান কাজ পরিদর্শণ ও রেল সংযোগ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে জাজিরার কাঠালবাড়ি এলাকায় আসবেন। প্রধানমন্ত্রীর সভাকে সফল করতে শরীয়তপুর জেলা যুব মহিলা লীগ ১৩ অক্টোবর শনিবার বিকালে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা করেছে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা যুব মহিলা লীগ আহবায়ক ও শরীয়তপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী। প্রধান অতিথী ছিলেন, বাংলাদেশ যুব মহিলালীগ সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ যুব মহিলালীগ সহ-সভাপতি সেলিনা রহমান, সদস্য হালিমা বেগম, নাজনিন আক্তার চয়ন, রেহানা আক্তার। উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলালীগ আহবায়ক আকলিমা খাতুন বাবলি, যুব মহিলালীগ নেত্রী পান্না খান প্রমুখ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন।
প্রস্তুতি সভার সভাপতি ফাতেমা আক্তার শিল্পী বলেন, প্রধানমন্ত্রী শরীয়তপুরে আসবে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রীর সভাকে সফল করা আমাদের দায়িত্ব। আমরা যুব মহিলালীগের পক্ষ থেকে ৬টি বাস নিয়ে সভাস্থলে যাব।