
শরীয়তপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমূখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ৬টি দল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ৬টি দল পদ্মা, মেঘনা ও যমুনা নামে তিনটি গ্রুপে জেলা পর্যায়ে খেলায় অংশ নিবে।
আজ (১০ ডিসেম্বর সোমবার) বিকেলে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।