Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে আসক ফাউন্ডেশনের মানববন্ধন

নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে আসক ফাউন্ডেশনের মানববন্ধন

শরীয়তপুরে নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ শে এপ্রিল রবিবার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আসক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির সভাপতি সাংবাদিক হাজী এম এ কাইয়ুম (চুন্নু) মুন্সির সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মীর শাহাব উদ্দিন উজ্জ্বল, ভোজেশ্বর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ সিকদার, আসক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সন্ধ্যা বাণীর শরীয়তপুর জেলা সংবাদদাতা আ: বারেক সরদার (বাদশা), দপ্তর সম্পাদক আনিছুর রহমান, আইন ও ধর্মীয় সম্পাদক মাও: এমদাদুল হক, প্রচার সম্পাদক আক্তার হোসেন, আসক ফাউন্ডেশন ডামুড্যা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, আসক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির কো-অর্ডিনেটর স¤্রাট তালুকদার, আসক ফাউন্ডেশন ভেদরগঞ্জ উপজেলা কমিটির কো-অর্ডিনেটর মাহবুব তালুকদার, আসক ফাউন্ডেশন জেলা কমিটির সদস্য স্বপন ছৈয়াল, এ. আর. খান, মুরাদ, তুহিন, আমির হোসেন শিকদার, এলিম বেপারী প্রমূখ।