Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের কবিকুঞ্জে দুইদিন ব্যাপি বর্ষবরণ উৎসব-১৪২৬

শরীয়তপুরের কবিকুঞ্জে দুইদিন ব্যাপি বর্ষবরণ উৎসব-১৪২৬

বাংলা নববর্ষ বরণ উৎসব বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছরের মতো এবারও শরীয়তপুরের কবিকুঞ্জে দুইদিন ব্যাপি এ উৎসব আয়োজিত হয়। প্রতিভাস আবৃত্তি সংসদ এ উৎসবের আয়োজন করে। ‘প্রতিভাস’ এর প্রতিষ্ঠাতা-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রকৃতি-পরিবেশ বিজ্ঞানী, আবৃত্তি শিল্পী, শিশু সংগঠক কবি মফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে শিশু কিশোর শিক্ষার্থী ছেলেমেয়ে ও সুধিজনদের প্রথমে পান্তা-ইলিশে আপ্যায়ন করা হয়। অতঃপর শুরু হয় আলোচনা ও সাংস্কৃতিক পর্ব। সংস্কৃতিপ্রেমি আইপিএম বিশেষজ্ঞ বাবু শংকর লাল মুখার্জি’র সভাপতিত্বে কবি মফিজুল ইসলাম ছাড়াও কবি ইশতিয়াক আতিক, সংস্কৃতিপ্রেমি রবিউল আলম প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন।
আমাদের ভাষা ও সংস্কৃতি, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং শিশু-কিশোর শিক্ষার্থী ছেলেমেয়েদের সুন্দর জীবন গঠন প্রভৃতি প্রসঙ্গে কবি মফিজুল ইসলাম বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত প্রত্যেককে একটি করে জাম গাছের চারা প্রদান করেন। পরে (আগের দিন আয়োজিত) আবৃত্তি, সংগীত ও নাচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। লাবণী আক্তার, মীম আক্তার, সাকিব, ফামিল, ইখতিয়ার, নিশি, খুশবু, রাধুয়া, নাসুরুল্লাহ্, রিয়া, আখি, সাথী, জান্নাতি, জুবায়ের, সমাপ্তি ও জয় পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিশি, খুশবু, রাধুয়া, ফামিল, লাবণী ও মীম আক্তারের নৃত্য এবং কবি মফিজুল ইসলামের আবৃত্তি অনুষ্ঠানকে অধিকতর প্রাণময় করে তোলে।