
শরীয়তপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ, রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-২ হোসেন মো. আলমগীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রনি, জেলা আনসার ও ভিডিপি প্রতিনিধি আরিফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।