Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নন-লাইফ বীমা কোম্পানীসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে আলোচনা সভা

নন-লাইফ বীমা কোম্পানীসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে আলোচনা সভা

বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানীসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকা ক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। উক্ত সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ৩ জুন ২০১৯ তারিখে জারিকৃত সার্কুলার নং নন-লাইফ/৬২/২০১৯ এর বাস্তবায়ন করা এবং আগামী ১ লা আগষ্ট, ২০১৯ তারিখ থেকে এজেন্সী কমিশন হিসেবে ১৫ শতাংশের বেশী প্রদান না করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। যদি কেউ ১৫ শতাংশের বেশী কমিশন প্রদান করে তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানীর বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।