বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

ভেদরগঞ্জ ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ভেদরগঞ্জ ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদের বদলির আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের গেটে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এরআগে ভেদরগঞ্জ বাজারে ইউএনও’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল করে তারা। গত ১৪ মে তাকে ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় বদলি করার আদেশ জারি হয়।
উল্লেখ্য, স্থানীয় সূত্র জানায়, বিসিএসের ৩০ তম ব্যাচের কর্মকর্তা সাব্বির আহম্মেদ ২০১৭ সালের ২২ অক্টোবর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন


error: Content is protected !!