সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

ডামুড্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডামুড্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়ন সড়কের পাশে দীর্ঘদিনের অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী উচ্ছেদ অভিযান শুরু করেন।

বৃহস্পতিবার ৩ ডিসেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৪ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে উপজেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন, সরকারী খাস জমিতে অবৈধ ভাবে দোকানপাট গড়ে উঠাতে আজকে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুপুর ১২ টা থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ টি দোকান উচ্ছেদ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।


error: Content is protected !!