Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফিক গ্রেফতার

ডামুড্যায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফিক গ্রেফতার
ডামুড্যায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফিক গ্রেফতার

শরীয়তপুরে ডামুড্যা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার বাসস্ট্যান্ডের কাছ থেকে ১ কেজি গাঁজাসহ শফিক শেখ (৩১) নামে একজনকে আাটক করেছে। আটককৃত শফিক শেখ ডামুড্যা উপজেলার ধনঐ গ্রামের শাহজাহান শেখের ছেলে।

ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মো. শরীফ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২২ নভেম্বর দুপুরে পৌর এলাকার স্কুল রোডে শাহাজালাল লাইব্রেরীর সামনে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় লোকজন ঘুরাফেরা করছে মর্মে তথ্য ছিল। এমন তথ্যের ভিত্তিতে এসআই অমল কুমার ও এএসআই মুকুল মোল্যার নেতৃত্বে পুলিশী অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিক শেখ গাঁজার ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্ঠা করে। পুলিশ তার পিছনে ধাওয়া করে বাসস্ট্রেন্ডের সামনে থেকে গাঁজাসহ তাকে আটক করে। এ বিষয়ে ডামুড্যা থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্যে ৩২ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। এই আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।