Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যা থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার সাইফুল হক

ডামুড্যা থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার সাইফুল হক
ডামুড্যা থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার সাইফুল হক

জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহনের পর শনিবার ২৭ আগস্ট বেলা ১১ টার তিনি ডামুড্যা থানা পরিদর্শনে আসেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ ও ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ পুলিশ সুপারকে ডামুড্যা থানা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান। পরে ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুলিশ সুপার মোঃ সাইফুল হক কে গার্ড অব অনার প্রদান করেন।

এরপরে তিনি থানার বিভিন্ন মামলা সহ গুরুত্ব পূর্ন বিষয় নিয়ে থানার অফিসারদের সাথে আলোচনা করেন। পরিদর্শন কালে পুলিশ সুপার মোঃ সাইফুল হক থানার নবনির্মিত ভবন ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা থানার এস আই মানষ ভদ্র, অমল রায়সহ অন্যান্য অফিসারবৃন্দ।

পরিদর্শন শেষে নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল হক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সকল প্রকারের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে নির্দেশনা দেন।