
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় সারাদেশের ন্যায় ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি মূল্যে প্রতিজনকে ৫ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) ওএমএসের আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার হাছিবা খান ।
এই মহৎ উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে ন্যায্য মূল্যে চাল কিনতে আসা উপকারভোগী মানুষের উদ্দেশ্য তিনি এ মহতী উদ্যোগের বিষয়ে প্রচার করার আহবান জানান। একই সাথে ডিলারদের নিয়ম নীতি মেনে বিক্রয় করার পরামর্শ দেন।
সুত্রে জানায়, ডিলার ইমরান হোসেন,মাহাবুব আলম,মোঃ ফকরুল হাসান খান,রফিকুল ইসলাম, এ ৪ টি স্থানে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করবেন। উল্লেখ্য প্রতি জন ক্রেতা ন্যায্যমুল্যে ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ ক্রেতার পাশাপাশি টিসিবির পরিবার কার্ডধারীগণও প্রতি মাসে দুই বার করে ন্যায্যমূল্যে চাল ক্রয় করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,ট্যাগ অফিসার ডামুড্যা উপজেলা আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি এবং ওএমএস ডিলারগণ ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |