
মহান বিজয় দিবসের রেলিতে অটোরিকশা ঢুকে গেলে নিচে পড়ে লামিয়া আক্তার (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার ১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের ডামুড্যায় উপজেলার চরবয়রা এলাকার সড়কের এ দুর্ঘটনা ঘটে।
লামিয়া আক্তার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরবয়রা গ্রামের স্বপন মাঝির ছেলে। সে ১০নং চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে বিজয় দিবসে র্যালি করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা র্যালিতে ঢুকে যায়। এসময় অটোরিকশার চাকার নিচে পড়ে পিষ্ট হয় লামিয়া। গুরুতর আহত পর শিশু লামিয়াকে উদ্ধার করে এলাকাবাসী ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত্যু বলে ঘোষণা করেন।
জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম বলেন, ঘটনার পর চালক অটোরিকশা নিয়ে পালিয়েছে। তাকে আটকের জন্য খুঁজছে পুলিশ। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।