Monday 30th June 2025
Monday 30th June 2025

ডামুড্যায় উপজেলা আইন শৃঙ্খলা ও সাধারন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যায় উপজেলা আইন শৃঙ্খলা ও সাধারন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (৩০ আগষ্ট ) সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী , ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম , প্রাণি সম্পদ কর্মকর্তা সব্যাসাজী মজুমদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, পল্লি উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান ,উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, শিধলকুড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা,ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ , বাল্য বিয়ে, ইভটিজিং সন্ত্রাস, মাদক, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও হাছিবা খান।