
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শাকিল শিকদার (১৮) নামে এক কলেজ ছাত্র বজ্রাঘাতে নিহত হয়েছে। সোমবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার দশমনতারা গ্রামে এই ঘটনা ঘটে। শাকিল দশমনতারা গ্রামের জসিম শিকদারের ছেলে এবং শরীয়তপুর সরকারী কলেজের ইন্টারমিডিয়েট এর ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য রফিক সরদার বলেন, দুপুরের দিকে শাকিল তাদের বাড়ির ডিপ টিউবয়েল মেরামত করতে ছিলো। এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত হতে থাকে। এ সময় বজ্রপাতে শালিক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।