
২৩ জুলাই মঙ্গলবার গোসাইরহাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ খায়রুল ইসলাম, অনুষ্ঠানে মৎস্য চাষি হিসেবে পুরস্কার গ্রহণ করেন মাওলানা শেখ মোঃ নেছার উদ্দিন, মাস্টার মাহফুজুল হক ঢালী ও হরিনায়ণ প্রমুখ।