
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাজারে ১৭ ডিসেম্বর মঙ্গলবার নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে শরীয়তপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন শরীয়তপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুজন কাজী। অভিযানের পাশাপাশি পার্শ্ববর্তী নলমুড়ি ইউনিয়ন পরিষদ ভবনে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব- শরীয়তপুর এর সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও হাটুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ব্যবসায়ীবৃন্দ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জানতে পেরে এই আইন বাস্তবায়নে উৎসাহ ও অঙ্গীকার ব্যক্ত করেন।