
‘‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’’ এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আইসোলেশনে থাকা পরিবারসহ, আউটসোর্সিং দুঃস্থ অসহায় ৭৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ এপ্রিল বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১ টি করে সাবান।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আবাসিক চিকিৎসক কর্মকর্তা সিকদার আফ্রিদি রিজভী, ডাঃ আল আমিন, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, সাধারন সম্পাদক খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ কাওসার, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হুদা শামীম, মোঃ মন্নান খান ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ জামাল হোসেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমকর্তা কর্মচারীসহ অন্যরা। পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল হতে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলে।