
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। পরপর দুইবার উপর্যুপরি বন্যার পানিতে কৃষকদের আমন বীজতলা নষ্ট হয়ে যায়, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচি মাধ্যমে মোট ১৪০ জন কৃষকের ১৪০ বিঘা জমিতে আমন ধান রোপনের জন্য ধানের চারা বিতরণ করা হয়েছে।
যার মধ্যে দুই একর বীজতলা থেকে ১০০ জন, ২৪ টি ভাসমান বীজতলার চারা থেকে ২৪ জন এবং ২৬০টি ট্রেতে উৎপাদিত চারা ১৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর গোসাইরহাট উপজেলা অডিটোরিয়ামে ১৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি শরীয়তপুর জেলা প্রশিক্ষণ অফিসার এ কে এম মহিউদ্দিন।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হুসাইন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার কল্যান কুমার সরকার, কোদালপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মো: শাহাবুদ্দিন ও অনিরুদ্ধ দাস, গোসাইরহাট এসএএও এজাজ আল মাহমুদসহ প্রমূখ।