Friday 4th April 2025
Friday 4th April 2025

গোসাইরহাট ইফতার ও দোয়া মাহফিলে নাহিম রাজ্জাক এমপি

গোসাইরহাট ইফতার ও দোয়া মাহফিলে নাহিম রাজ্জাক এমপি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব নাহিম রাজ্জাক এম.পি।

এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষ তিন বেলা পরিপূর্ণ খেতে পারছে। বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বার বার ক্ষমতায় আনতে হবে। তাহলেই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, দেশ উন্নয়নে এগিয়ে যাবে।

এ সময় গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী আহসান সিদ্দিকী লাবু, সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউপি চেয়ারম্যান এস.এম মিজানুর রহমান ।

এ সময় গোসাইরহাট উপজেলা যুবলীগের সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা খান ফরাজী, সাধারণ সম্পাদক দেওয়ান আজমল হোসেন নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুট্টু, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি, গোসাইরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম উপল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিহাদ, সামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশ্রাফুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইয়ামিন সিকদার, পূর্ব মাদারীপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।