Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাট কৃষি অফিসের উদ্যোগে দুই দিন ব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোসাইরহাট কৃষি অফিসের উদ্যোগে দুই দিন ব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোসাইরহাট কৃষি অফিসের উদ্যোগে দুই দিন ব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দুই দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ সেপ্টেম্বর থেকে সোমবার ১১ সেপ্টেম্বর পর্যন্ত দিনব্যাপী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে বিতরণকৃত আশ্রয়নে বসবাসকারী ৩০ জন কৃষক-কৃষানীদের নিয়ে ২ দিন ব্যাপী বসতবাড়ীর আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফল এবং সবজি চাষের পদ্ধতি, রোগ-পোকা দমন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোঃ আবুল হোসেন মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাবুদ্দিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত। এই প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষক-কৃষানীদের মাঝে ৬ ধরনের সবজি বীজ ও ৫ ধরনের ফলজ চারা বিতরণ করা হয়েছে।