
২০ জুন বৃহস্পতিবার গোসাইরহাটের সরকারী ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালিকা ১-০ গোলে গরীবেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে হারিয়ে ৭০নং উত্তর হলইপট্টি (নাগেরপাড়া) চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) দল কুচাইপট্টির পাঁচকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে উপজেলার ০১নং নাগের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, কুচাইপট্টি ইউপি’র চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, নাগের পাড়ার ইউপি’র চেয়ারম্যান মোঃ মহসিন সরদার, ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাত হুসাইন ও গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |