Monday 30th June 2025
Monday 30th June 2025

জাজিরা উন্নয়ন ফোরামের উদ্যোগে ৬’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাজিরা উন্নয়ন ফোরামের উদ্যোগে ৬’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
জাজিরা উন্নয়ন ফোরামের উদ্যোগে ৬’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় গত সোমবার জাজিরা উন্নয়ন ফোরামের উদ্যোগে বিশ্ব মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া সাধারণ পেশার মানুষের মাঝে জাজিরার ১২টি ইউনিয়নসহ একটি পৌরসভায় মোট ৬০০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে আব্দুল রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ কর্মকান্ড বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, ফ্রেন্ডস অফ ফিফটিন এর সমন্বয়ক, ঢাবি শিক্ষার্থী হোসাইন আহমদ জুবায়ের, শরীয়তপুর ইয়ুথ মুভমেন্টের ভাইস প্রেসিডেন্ট মাসুম বিল্লাহ ঢালী, ফ্রেন্ডস অফ ফিফটিন এর সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম এবং পরিবেশ বাদী সামাজিক সংগঠন চেঞ্জ দা আর্থ ফর পিপলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ শাখার সভাপতি মোস্তাকিম রহমান হৃদয় সার্বিক সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাজিরা উন্নয়ন ফোরামের অর্থ বিষয়ক সম্পাদক, শিকদার মোহাম্মদ মেসবাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো, আবুল হাশেম বেপারী, সহকারী প্রকাশনা সম্পাদক হাসান বিন হাশেমী, মুলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম শিকদার, আলমগীর শিকদার, ব্রাইট স্টার স্কুলের অন্যতম পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল আলম, সরকারি নাজিমুদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক কাজী সালাহউদ্দিন প্রমুখ।