
শরীয়তপুরের জাজিরায় উৎপাদিত সরিষা, ধনিয়া ও কালোজিরা ফুলের মধু বাজারজাতকরণ এবং ব্র্যান্ডিং এর লক্ষ্যে মৌ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) শরীয়তপুর জেলা প্রশাসন এর সার্বিক তত্ত্বাবধানে জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে জাজিরা উপজেলা পরিষদ চত্বরে এ মৌ উৎসব অনুষ্ঠিত হয়।
মৌ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোবারক আলী সিকদার, জাজিরা পৌরসভা মেয়র মো: ইদ্রিস মাদবর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম নুরুল হক।
এছাড়াও এ সময় শরীয়তপুর জেলা প্রশাসন, জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৌ চাষিরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |