Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরা পৌরসভা যুবদলের নতুন কমিটি গঠন

জাজিরা পৌরসভা যুবদলের নতুন কমিটি গঠন

শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আবু আলেম ফকিরকে সভাপতি, দুলাল মাহমুদ ধলু সাধারণ সম্পাদক ও মো. দবির সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
রোববার (২৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুর জেলা শাখার সভাপতি আরিফুজ্জামান মোল্লা ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন।
জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ জানান, জাজিরা পৌরসভা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটি অনুমোদন দিয়ে আশা প্রকাশ করেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নতুন কমিটি সাহসী ভূমিকা পালন করবে।