
শরীয়তপুর নড়িয়া ও জাজিরার যানচলা চলের প্রধান সড়ক সহ মোট ১১ টি পাকা ও কাচা রাস্তা বন্যায় পানিতে বড় বড় ভাংগা ও কয়েকটি বাসের সাকোঁ তাই সকল প্রকার বাস, ট্রাক, অটো রিকসা, ট্রলি চলাচল বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার লোক চলাচল করে। স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব রাস্তাগুলো যেন সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়।
অটো চালক স্বপন বেপারি বলেন, বর্তমানে এই রাস্তাটি বিভিন্ন স্থানে বড় বড় ভাংগা। চলাচলে একবারে অনুপোযোগী। গাড়ি নিয়ে যাওয়া যায় না এবং রাস্তায় কয়েকটি বাসের সাঁকো দিয়ে পাড়াপাড়ের ব্যবস্থা করা হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক ঠিকাদার মিলন বন্দুকছি বলেন, এই রাস্তাগুলি বন্যায় পানিতে ক্ষতিগ্রস্থ হয়ে গেছে। তাতে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। ঢাকা যেতে হলে এখন শরীয়তপুর ঘুরে যেতে হয়। কোন মালামাল আনা নেওয়া করা যাচ্ছে না।
জেলা নির্বাহী প্রকৌশলী আন্নাছ কুমার ঘোস বলেন, বন্যার পানিতে আমাদের এলজিডির প্রধান সড়ক সহ ১১ টি কাচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্থ হয়ে গিয়েছে। পানি নামার সাথে সাথে মেরামত করে যান চলাচলের উপযোগী করে দেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের উর্ধ্বতন কর্মকর্তা ক্ষতিগ্রস্থ রাস্তাগুলি পরিদর্শণ করেছেন।