বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা নেয়ায় নদী ভাঙ্গন হ্রাস পেয়েছে: পানি সম্পদ উপমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা নেয়ায় নদী ভাঙ্গন হ্রাস পেয়েছে: পানি সম্পদ উপমন্ত্রী

যেখানেই নদী ভাঙ্গন সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় এবছর অন্যান্য বছরের তুলনায় নদী ভাঙ্গনের পরিমাণ অনেক কম। পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নড়িয়া সহ সারা বাংলাদেশে নদী ভাঙ্গন কবলিত এলকাগুলোকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানে নদী ভাঙ্গন সেখানেই কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। বিশেষ করে নড়িয়ার ভাঙ্গন রোধে আগাম ব্যবস্থা হিসেবে আমরা ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষ জিওব্যাগ ডাম্পিং করেছি। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ের মধ্যে এত সংখ্যক জিওব্যাগ ডাম্পিং করা হলো। এছাড়াও জরুরী ভাঙ্গন রোধের সকল প্রকার প্রস্তুতি আমাদের রয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় নড়িয়ার মুলফৎগঞ্জ এলাকার পদ্মার ডান তীর রক্ষাবাঁধ কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!