Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া মা ইলিশ রক্ষায় অভিযানে ৪৯ জেলে অটক

নড়িয়া মা ইলিশ রক্ষায় অভিযানে ৪৯ জেলে অটক

২৯ অক্টোবর মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে পুলিশ, মৎস্য বিভাগ ও ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযানে ইলিশের প্রজনন মৌসূমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ এবং ক্রয় বিক্রয়ের অপরাধে ৪৯ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২ লক্ষ মিটার কারেন জাল ও দেড় ৪ শত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়, মহস্য কর্মকর্তা আমিনুল হক, ফারি ইনচার্জ জয়নাল আবদিন, উপজেলা প্রেসক্লাব সম্পাদক কবির উজ্জামানসহ পুলিশ ও মৎস্য কর্মকর্তাগণ। আদালতের নির্দেশে জব্দকৃত কারেন জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা করা হয়। এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, এ বছর অভিযানে আমরা ৫ শত ২০ জন জেলেকে আটক করছি।