
নড়িয়ায় ভোজেশ্বর ইউপি’র আনাখন্ড গ্রামে এক মায়ের গর্ভে ৩ শিশু জন্মের ৩ দিন পরেই প্রিয় মা’কে হারিয়েছে। মায়ের নাম ছনিয়া আক্তার ও পিতার নাম আনোয়ার হোসেন সর্দার। ৩০ অক্টোবর বুধবার ভোজেশ্বর ইউনিয়নের আনাখন্ড গ্রামের ক/২ টিকা কেন্দ্র আনিছদ্দিন মেম্বারের বাড়িতে শিশু তিনটিকে টিকার জন্য আনা হয়। শিশু তিনটির বর্তমান বয়স ২২ দিন।