সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে গাছচাপায় নিহত-২

শরীয়তপুরে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে গাছচাপায় নিহত-২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে গাছচাপায় মো. আলীবক্স ছৈয়াল (৬৮) ও ডামুড্যা উপজেলায় আলেয়া বেগম (৪৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার দিকে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি এলাকায় গাছচাপায় আলীবক্স ছৈয়ালের মৃত্যু হয়। এছাড়া ডামুড্যা উপজেলার বড় সিধুলকুড়া গ্রামের আলেয়া বেগমের (৪৫) গাছচাপায় মৃত্যু হয়। একই ঘটনায় নিহতের স্বামী আলী আজগর ঘোরামিও গুরুতর আহত হয়েছেন। তাকে ডামুড্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন সিধুলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।
এদিকে, নিহত মো. আলীবক্স ছৈয়াল উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি গ্রামের মৃত জমিরুদ্দিন ছৈয়ালের ছেলে। তিনি ভ্যানচালক ছিলেন। তার চার ছেলে এক মেয়ে রয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


error: Content is protected !!