
শরীয়তপুর জেলার নড়িয়ায় আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ নড়িয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা হয়।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজ্বী হাচান আলী রাড়ী।
উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন বেপারী, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, দপ্তর সম্পাদক শাহ আলম সরদার, বন ও পরিবেশ সম্পাদক সামসুজ্জামান সেকান্দার।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সেকান্দার আলম রিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন ডিকেন খান, পৌর সভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল মাঝি, কেদারপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চুন্নু মাদবর সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক বৃন্দ।