Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্কুল ছাত্রকে কুপিয়ে টাকা ছিনতাই

নড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্কুল ছাত্রকে কুপিয়ে টাকা ছিনতাই
নড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্কুল ছাত্রকে কুপিয়ে টাকা ছিনতাই

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার গৌড়াইল গ্রামের মোঃ নূরুল আমিন গোরাপীর ছেলে ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মোঃ নিশাত গোরাপী (১৫)কে কুপিয়ে ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে ১৫ মার্চ রবিবার রাত ৮ টার দিকে পালং মডেল থানার, পালং ইউনিয়নের বালাখানা গ্রামে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে নিশাতকে হত্যার উদ্দেশ্য পূর্ব পরিকল্পিতভাবে শিশির শেখ, অপু হাওলাদার, রাকিব মাদবর, নাঈম বেপারী, নয়ন শাহ, বাবু শেখ, শাহিন খালাশীসহ আরো কয়েকজন মিলে দুটি ইজিবাইকে করে এসে হামলা করে। এ সময় হামলাকারীরা নিশাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং তার কাছে থাকা তার বাবার ব্যাবসায়ীক ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।
হামলার সময় নিশাতের চিৎকারে আশে পাশে থাকা স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় শিশির শেখ (৩০) নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দেয় এবং নিশাতকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আরো জানা যায়, এই সন্ত্রাসীদের নামে মাদক ছিনতাইসহ বেশ কিছু মামলা রয়েছে।
এ ঘটনায় নিশাতের বাবা মোঃ নূরুল আমিন বাদী হয়ে ১০ জনকে আসামী করে পালং মডেল থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম উদ্দিন বলেন একজন আটক হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।