
শরীয়তপুরের নড়িয়ায় যুবলীগ নেতা জাহাঙ্গির আলম খান ও বন্ধুমহল ৯৭-৯৮ ব্যাচের উদ্দ্যোগে পৃথক পৃথক ভাবে ১৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
নড়িয়া উপজেলার ভোজেশ্বরের আচুড়ায় গরিব দুঃস্ত অসহায় ৮’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক জাহাঙ্গির খান ব্যক্তিগত উদ্যোগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ সহায়তা পৌচ্ছে দেন।
এদিকে অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছে বন্ধুমহল ৯৭-৯৮ ব্যাচ নামে একটি সংগঠন। সংগঠনটির উদ্যোগে সোমবার (১৮ মে) সকালে ভোজেশ্বর এলাকার ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার ও সংগঠনটির পরিচালক এমদাদ শিকদার উপস্থিত থেকে অসহায়দের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।