Sunday 11th May 2025
Sunday 11th May 2025

নড়িয়া সজীব ওয়াজেদ জয় পরিষকে সংবর্ধনা

নড়িয়া সজীব ওয়াজেদ জয় পরিষকে সংবর্ধনা
নড়িয়া সজীব ওয়াজেদ জয় পরিষকে সংবর্ধনা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ, এর সভাপতি মোঃ মোস্তফা আকন ও সাধারান সম্পাদক ইমরান বেপারীকে সজীব ওয়াজেদ জয় পরিষদ নশাসন ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া।
শুক্রবার (১৯জুন) দুপুরে নশাসন মাঝির হাটে নশাসন ইউনিয়ন শাখার পক্ষ থেকে ফুলের মালা দিয়ে নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়।

শরীয়তপুর জেলা কমিটির সিন্ধান্ত মোতাবেক জানানো হয়, আগামী ১ (এক) বছরের জন্য,সজীব ওয়াজেদ জয় পরিষদ শরীয়তপুর জেলার, নড়িয়া উপজেলার আংশিক সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবে সজীব ওয়াজে জয় পরিষদ এই কামনা সকলের প্রতি, শুভেচ্ছা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় পরিষদ, শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক এস এম জীবন রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন,নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল হোসেন মোল্লা, নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শেখ নুরুল আমিন রতন, ক্রীয়া সম্পাদক লিটন হাওলাদার, প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন সরদার,নশাসন ইউনিয়ন আওয়ামীলীগে এর সাবেক সভাপতি মোস্তফা মাঝি,নশাসন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ হিমেল,সাধারণ সম্পাদক (ভাঃ) সবুজ আহম্মেদ ঢালী, শহিদুল ইসলাম, আবুবকর, সাইফুল ইসলাম প্রমূখ।