
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পি কে এস এফ এর সহযোগিতায় নড়িয়া উন্নয়ন সমিতি নুসার আয়োজনে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।
বৃহসপতিবার ২ জুলাই সকাল ১০টা নুসার অডিটরিয়ামে পিকেএসএফ এর সহযোগিতায় নুসা’র শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৬৪ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন নুসা’র ভাইস চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী।
নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসা’র পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মেরিনা শওকত আলী, ডাঃ তানিয়া খালেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন নুসার পরিচালনা পর্ষদের সদস্য আঃ রহমান ঢালী, নুসার সহকারি পরিচালক জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, অডিট প্রধান ফারুক হোসেন ও শেখ মোঃ বিল্লাল হোসেনসহ নুসা’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, ৬৪ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে ৭,৬৮,০০০ (সাত লক্ষ আটষট্টি হাজার) টাকার চেক বিতরণ করেন।